শাহজাদপুর

শাহজাদপুরে ব্যাক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার

আবির হোসাইন শাহিন :

শাহজাদপুুরে ব্যাক্তিগত উদ্যেগে রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক ব্যাবসায়ী । শাহজাদপুরে গত কয়েকদিনের বৃষ্টিতে শাহজাদপুুর -এনায়েতপুর সড়কের ফরিদপাঙ্গাসি এলাকায় রাস্তা ধ্বসে বড় গর্তের সৃষ্টি হয়। এতে রাস্তায় যান চলাচলের সমস্যা এবং এই গর্তে প্রতিদিন দুই একজন করে মটরসাইকেল আরোহী ও রিক্সা চালক আহত হয়। এটা দেখে চরকাদাই গ্রামের সমাজ সেবক ও ব্যাবসায়ী ইঞ্জিনিয়ার আল মাাহমুদ নামের এক যুুবক তিনি ব্য্যাক্তিগতভাবে প্রায় ৫০হাজার টাকা খরচ করে এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন এবং গত শুুক্রবার এই সংষ্কার কাজ শুরু করেন। এসময় তাকে সহযোগীতা করেন ইউনিসেফ এর শাহজাদপুর উপজেলা সমন্বয়কারী মোঃ হালিম। এলাকাবাসী জানায়, এই রাস্তাাটি ভেঙ্গে গর্তের সৃস্টি হওয়ায় চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছিলো। আলমাহমুুদ এই রাস্তাটি সংস্কার করার ফলে চলাচল স্বাভাবিক হবে । আল-মাহমুদ বলেন, এটা আমার এলাকার রাস্তা। এটা ভাঙ্গার ফলে চলাচল খুব সমস্যা হচ্ছে মানুষ জন আহত হচ্ছে। এটা যদি এখনই মেরামত না করা হয় তাহলে আরও ভেঙ্গে যাবে মানুষ আরো বেশী আহত হবে। তাই আমি মানুষের উপকারের কথা ভেবে সম্পুর্ন ব্যাক্তিগত খরচে মেরামতের উদ্যোগ নিয়েছি।