শাহজাদপুরে বাড়ী ঘরে হামলা মারপিট ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার চরাঞ্চলে নিরীহ মানুষের বাড়ী ঘরে হামলা, ভাংচুর, মারপিট ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে গ্রামবাসী। জানাগেছে, সম্প্রতি জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নিরীহ মানুষের বাড়ীতে হামলা করে একই এলাকার প্রভাবশালী মোঃ জয়দার প্রামানিক গং । হামলা করার পরই জয়দার গংয়ের পক্ষ থেকেই উল্টো মামলা করা হয় নিরীহ মানুষের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার সকালে যমুনার দুর্গম চরাঞ্চলের ফকিরপাড়া গ্রামবাসী জয়দার গংদের বিরুদ্ধে বাড়ী ঘরে হামলা, ভাংচুর, মারপিট ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে।
গ্রামবাসী জানায়, মানুষকে মারপিটসহ নানা অভিযোগে জয়দারের বিরুদ্ধে পুর্বেও একাধিক মামলা হয়েছিলো। হামলা ও মামলার স্বীকার আঃ হাকিম বলেন, সম্প্রতি আমার ভাইয়ের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা ছিলো। এরই জের ধরে জয়দারের লোকজন আমাদের বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর করে, মারপিট করে ও সবকিছু লুট করে নিয়ে যায়। পরে তারা আমাদের হয়রানী করতে উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করে। আমরা এর বিচার চাই। হামলা ও মারপিটের স্বীকার হওয়া বেদানা বেগম বলেন, জয়দারের অত্যাচারে আমরা নিরীহ গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছি। জয়দারের লোকজন আমাদের বাড়ীতে হামলা করে ভাংচুর,মারপিট ও লুটপাট করে নিয়ে যায় এসময় আমার হাত ভেঙ্গে দিয়েছে। তারা উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করেছে। আমরা এর বিচার চাই। এদিকে জয়দার প্রামানিকের সাথে যোগযোগ করা হলে তিনি হামলার কথা স্বীকার করলেও তিনি বলেন, আমার লোকজনের দোষ নেই প্রতিপক্ষরই দোষ বেশি।