শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উৎযাপন
শেখ মোহাম্মদ রাসেল শাহজাদপুর সিরাজগঞ্জ;
বঙ্গবন্ধু তনয়া, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বশান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার রোহিঙ্গা ইস্যুতে অনুকরণীয়, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য “ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ সম্মাননা” এবং ৭২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শাহজাদপুর উপজেলা শাখার আনন্দ মিছিল বের করে ।
শাহজাদপুর শহরের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে দলীয় পার্টি অফিসে এসে শেষ হয়।এতে উপস্থিত থাকেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান,চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা পরিষদ, এডঃ আব্দুল হাই,সহ-সভাপতি শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ, মুস্তাক আহমেদ,সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ,মোঃ নাসির উদ্দিন, দায়িক্ত প্রাপ্ত মেয়র শাহজাদপুর পৌরসভা, আমিরুল ইসলাম শাহু,সাধারন সম্পাদক শাহজাদপুর পৌর আওয়ামীলীগ,যুবলীগ নেতা আশিকুল হক দিনার। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রাসেল শেখ,বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদ রহমান,তিনি বলেন দেশের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার, আপনেরা সবাই মুজিব সৈনিক, আগামী নির্বাচন নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করতে হবে,ইনশাআল্লাহ শাহজাদপুরে নৌকার বিজয় আসবেই আসবে, সংক্ষিপ্ত আলোচনা সভার পর কেক কেটে কর্মসুচি শেষ করা হয়।