শাহজাদপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৫ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহিদ স্মৃতি সম্মেলন কেন্দ্রে এ প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ এ এম আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মামুননুর রশিদ লিয়াকত, এনায়েতপুর থানার ওসি(তদন্ত) রাকিবুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কোরবান আলী লাভলু সহ অন্যান্যরা। এছাড়াও প্রস্তুতিমুলক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পরে অতিথিদের উপস্থিতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয় ।