শাহজাদপুরে পানি প্রবাহ বন্ধ, কর্তৃপক্ষ নিরব

স্টাফ রিপোর্টারঃ

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া চক্রবর্তী পাড়ার একটি খালের উপর নির্মিত কালর্ভাট বালু দিয়ে ভরাট করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে । কালভার্টটির উচ্চতা কম হওয়ায় স্বাভাবিক বন্যায় এর ওপর পানি ও উঠছে ।কালভাটটি নির্মাণের পর এক বছরের সংযোগ সড়ক এ্যাপরোজে মাটির কাজ শেষ না করায় কালর্ভাটটি এখন মানুষের দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে ।বালু দিয়ে কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায পাশের কুমুদীঘির বিলে প্রবেশ পথটিও বন্ধ হয়ে গেছে। কালভার্টটি এখন এলাকার মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে । আর এ জন্য এলাকাবাসী দুশছেন প্রকল্প বাস্তবায়ন কমকর্তা জেন্দা আলীকে । তিনি এখন নীলফামারীর সদর উপজেলায় তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন । সব জেনেও কর্তপক্ষ নিরব । জানা গেছে ২০১৮-১৯ ইং অর্থ বছরে প্রায় ৩১ লাখ টাকা ব্যয়ে শাহজাদপুর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪০ ফুট দৈর্ঘ্যরে এ কালর্ভাটটি নির্মাণ করেন। পোতাজিয়া ইউনিয়নের ঘোষপাড়া , ভিটাপাড়া , ,গাতিপাড়া ও চক্রবর্তী পাড়ার শতশত মানুষের যাতায়াতের জন্য কালর্ভাটি নির্মাণ করা হয় ।

এছাড়া বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী বিলচাঁদই , কেনাই , বহল বাড়ি , আঙ্গারু , রেশম বাড়ি সহ শাহজাদপুর উপজেলার পশ্চিমের অঞ্চলের দুগ্ধ খামারীরা দুধ সহ নানা ধরনের কৃষি পণ্য বর্ষা মৌসুমে সহজেই কম খরচে নৌকায় এ পথ দিয়ে শাহজাদপুর উপজেলা সদরে নিয়ে আসতে পারে ও পাশের কুমুদীঘির বিলে যাতায়াত করতে পারে । একথা মাথায় রেখে জরুরী ভিত্তিতে কালভার্টটি নির্মাণ করা হলেও এটি নির্মাণের বছর পেরুতে না পেরুতেই কালভার্টটির পশ্চিম পাশে আলিফ আলী (৫০) ও তার ছেলে পলাশ ডেজার মেশিন দিয়ে বালি ফেলে ভরাট করে । এর পরই পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে । স্থানীয়রা জানান আলিফ ও ছেলে পলাশ নিজের জায়গা দাবি করে কালভার্টটির এক পাশে বালু ফেলে ভরাট করায় এলাকার মানুষের দুভোর্গ বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া কালভার্টের সংযোগ সড়কে মাটি দিয়ে ভরাট না করায় এটি মানুষের কোন কাজেই লাগছে না ।

চক্রবর্তী পাড়ার আনিস , কলেজ ছাত্রী আয়শা বেগম , এস এস সি পরীক্ষার্থী হাঁসি জানান , পোতাজিয়া ইউনিয়ন পরিষদের পাশের ঘোষ পাড়া , গাতির পাড়া , চক্রবর্তী পাড়া সহ ১১টি পাড়ার শত শত মানুষ এ পথে চলাচল করে । তারা জানান কুমুদীঘির বিলের পূর্ব পাশে চক্রবর্তী পাড়ায় যে কালভার্টটি নিয়ে এত কথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালভাটের পাশের বালু অপসারনের কোন পদক্ষেপ নেয়া হয়নি । এলাকাবাসী অভিযোগ করেন ,তারা জানতে পেরেছেন কালভার্টের মুখে বালু অপসারন না করে বর্ষায় শুধু পানি নিস্কাসনের জন্য ভরাটকৃত জায়গাতে পাইপ বসানোর উদ্যেগ নেয়া হচ্ছে । স্তানীয়রা জানান এ উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হবে না । স্থানীয় অভিভাবকদের কাছ থেকে আরো জানান গেছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের খুব নিকটেই চক্রবর্তী পাড়া । যাতাযাত ব্যবস্থা ভাল না থাকায় চক্রবর্তী পাড়া সহ এর আসে পাশের পাড়ার অনেক মেয়েদের বিয়ে নিয়েও বিড়ম্বনায় পরতে হয় ।

পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবির মুখে চক্রবর্তী পাড়া খালের উপর ছোট কালর্ভাটটি সড়িয়ে সেখানে একটি বড় কালভার্টটি নিমার্ণ করা পর সেটি মাটি দিয়ে ভরাট করায় পুরো টাকাই এখন পানিতে গেছে । এ কারনে কালভার্টটির সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ অনিশ্চিত হয়ে পরেছে । তবে তিনি বলেন এলাকার স্বার্থে খুব শিগগির কালভার্টটি স্বচল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন । কালভাটটির উচ্চতার নিয়ে তিনি বলেন স্কাভাবিক বন্যায় এটি ডুবে যায় । মঙ্গলবার এ বিষয়ে আলিফ ও তার ছেলে পলাশের সাথে সাথে কথা হলে তারা জানান, আমি কোন নদী বা খাল বা জোলা ভরাট করিনি। আমার নিজস্ব জমির ওপর বালু ফেলে ভরাট করেছি। কালভাটটি নির্মাণে পুর্বে বাধা দেয়া হলে ও তারা ( পিআইও অফিস ) গায়ের জোরে এখানে কালভাটটি নির্মাণ করেছে। যেখানে পূর্বে একটি ছোট কালভার্ট ছিলো ( বড় চং ) সেখানে আবু প্রমানিক বালু দিয়ে ভরাট করে গোহাল ঘর নির্মাণ করেছে । আমার জায়গাতে জোড় করে কালভার্ট নির্মাণ করা হযেছে । আমার জায়গাতে আমি বালু দিয়ে ভরাট করেছে । পি আই ও অফিস এখন অন্যায় ভাবে আমাকে নির্মাধীন কালভার্টের এ্যপ্রোচে (সংযোগ সড়কে )মাটি দিয়ে ভরাট করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় পি আই ও অফিসের একাধিক সূত্র জানায় পোতাজিয়া চক্রবর্তী পাড়ায় যে কালভার্টটি নির্মান করা হয়েছে তা সঠিক উচ্চতায় না করায় গত বছর স্বাভাবিক বন্যায় এ কালভাটের ওপর প্রায় এক ফিটের ওপরে পানি উঠে যায় । টাকা হাতিয়ে নিতেই বদলি হয়ে যাওয়া পি আইও জিন্দার আলী তড়িঘড়ি করে ত্রæটিপূর্ণ নকশা দিয়ে কালভাট নির্মাণ করেছেন । এছাড়া এ কালভাটটি বালু দিয়ে ভরাট করার পিছনে তার হাত রয়েছে ।

এ ব্যাপারে বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে যোগযোগ করা হলে তিনি জানান – গত ২০১৮-১৯ ইং অর্থ বছরে এ উপজেলায় ১৩টি কালভার্টের কাজ সাবেক কর্মকর্তা জিন্দার আলী সাহেব করেছেন। এ বিষয়ে আমার কিছু জানা নাই। বর্তমান নীলফামারী সদর উপজেলায় তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন । তিনি ভাল বলতে পারবেন । এবিষয় জিন্দার আলীর সাথে মুঠোফনে কথা হলে তিনি জানান , ত্রæটিপূর্ণ নকশায় কোন কাজ হযনি । স্থানীয় এলাকার বাসি ও লোকাল চেয়ারম্যাণের মতামাত নিয়ে কালভাটটির উচ্চতা ও স্থান নির্ধারন করা হয়েছে । সেতুর দুপাশের এ্যপ্রোচের মাটির ভরাট জন্য ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়নি। অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কালভার্টটির পাশে মাটি ভরাটকরার পিছনে আমার কোন হাত নেই । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান বিষয়টি আমার জানা নেই । খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.