শাহজাদপুরে পরকীয়ায় স্বামী হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
মাসুদ রেজা, সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়ায় আসক্ত হয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞআদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার পরকীয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিন। মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মরহুম মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের সঙ্গে একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের বিয়ে হয়।
মুক্তির সাথে বিয়ের আগে থেকেই সাইদুল ইসলাম তুষার ওরফে তুহিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তা অব্যাহত ভাবে চলে আসে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এমতাবস্থায় মুক্তি খাতুন তার স্বামী মনিরুলকে তাদের প্রেমের পথে বাধা মনে করে তুহিনকে সঙ্গে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার স্বামী মনিরুলকে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে যান। সেখানে গিয়ে রাতে মনিরুলকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পারিয়ে রাখেন। রাত ১২টার দিকে তুহিন এলে দুজনে মিলে মনিরুলকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে জেলহক প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিচারক আজ এ রায় প্রদান করেন।