শাহজাদপুরে নসিমন খাদে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে গরুবাহী নসিমন খাদে পড়ে হেলাল মন্ডল (৬০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হেলাল মন্ডল পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের সন্তু মন্ডলের ছেলে।
জানা যায়, আজ মঙ্গলবার (১৫ জুন) উপজেলার উল্টাডাব গ্রামের গরু ব্যবসায়ী হেলাল মন্ডল বেড়া চতুর আলী হাট থেকে ২টি গরু কিনে নসিমন যোগে ফিরছিল। পথিমধ্যে উল্টাডাব গ্রামের জামে মসজিদের কাছে পৌছলে সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক আব্দুর রহিম নসিমন বামপাশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা গুরুতর আহত গরু ব্যবসায়ী হেলাল মন্ডল ও নসিমন চালক আব্দুর রহিমকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলাল মন্ডলকে মৃত ঘোষনা করেন। নসিমন চালক আব্দুর রহিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।