শাহজাদপুর

শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবির হোসাইন শাহিন :

সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সাথে শাহজাদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিসিক বাসস্ট্যান্ডে পিপিডি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসইেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুস ছাত্তার, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান । এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ এ,এম আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনজু আলম সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু শ্যামল কুমার সাহা, প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদ ওমর ফারুক প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক , ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বিভিণœ শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসন ,উপজেলা পরিষদ. মুক্তিযোদ্ধা সংসদ, ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাব শাহজাদপুরের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।