শাহজাদপুরে তিনদিন ব্যাপি দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনদিন ব্যাপি দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলা হলরুমে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধনী দিনে ‘দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’এই বিষয়ের পক্ষে উপজেলার কায়েমপুর মাস্টার আজগর আলী উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে নুকালী বহুপাশির্^ক উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক এএম আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত , উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম প্রমূখ । তিনদিন ব্যাপি এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রæপ অংশ গ্রহণ করবে ।