শাহজাদপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রাম থেকে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । জানা যায়, চড়াচিথুলিয়া গ্রামের লোকমান সরকারের ছেলে তাঁত শ্রমিক তুহিন সরকার(১৮) এর লাশ নিজ বাড়ীর পাশে ফেলে রেখে চলে যায় তুহিনের মামা, মামাতো ভাই সিরাজ সহ কয়েকজন। পরে থানা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতর পরিবারের লোকজন জানায়, তুহিন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলায় তার মামাতো ভাইয়ের বাড়ীতে থেকে তাঁত শ্রমিকের কাজ করত। মঙ্গলবার মধ্যরাতে মামাতো ভাই সিরাজ ও মামাসহ কয়েকজন তুহিনের লাশ বাড়ীর পাশে রেখে পালিয়ে যায় । শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা। তবে তুহিন যেহেতু সাঁথিয়া থানাতে অবস্থানরত অবস্থায় মারা গেছে তাই মামলা হলে সাঁথিয়া থানাতে হবে ।