শাহজাদপুরে ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ ২০১৯) বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাবাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত চালক শাহাব উদ্দিন (৫০) চট্টগ্রামের বাসিন্দা ও হেলপার ইলিয়াস (২০) নাটোর জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা নাটোর কিষোয়ান অ্যাগ্রো লিমিটেড এর ট্রাকে কর্মরত ছিলেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন আমাদেরকে জানান ।