শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত।
শাহজাদপুুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মশিপুর কবরস্থান নামক স্থানে ট্রাকের ধাক্কায় বিজিবির (অব.) হাবিলদার গিয়াস উদ্দিন (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শাহজাদপুর উপজেলার পৌর এলাকার আইগবাড়ি শক্তিপুর মহল্লার বাসিন্দা। শাহজাদপুর থানার এসআই নুরুল হুদা জানান, শুক্রবার (৮ ফেব্রুয়ারি -২০১৯) দুপুরে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তালগাছি এলাকার একটি ইটভাটায় ইট কিনতে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কের উপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।