শাহজাদপুর

শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ রবিবার সকাল ১০ টায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয় ।

উপজেলা চত্ত¡র থেকে র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় । পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা সহ আরো অনেকে। সভায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।