শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলাসহ আহত হয়েছে ৬ জন।
এলাকাবাসী জানায়, আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের মৃত ঈসমাইল মন্ডলের ছেলে হোসেন মন্ডল, হাসেন মন্ডল, দিরাজ মন্ডল,ফটিক মন্ডল, বাবু বন্ডল ও সিরাজ মন্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার ইউসুফ মন্ডলের ছেলে সেলিম মন্ডল(৩৫) এর উপর অতর্কিত হামলা চালায় এসময় সেলিম মন্ডল গুরুতর আহত হয়ে চিৎকার দিলে সেলিম মন্ডলের ফুপু বৃদ্ধা হালিমা বেগম(৭৫) , বড় ভাবি আঞ্জুয়ারা বেগম(৪৫), সাথী খাতুন(৪০), বানু খাতুন(৬৫) , ভাই মানিক মন্ডল এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর জখম করে। এসময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকল কলেজ হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আঞ্জুয়ারার অবস্থার অবনতি হলে তাকে বগুড়াতে স্থানান্তর করা হয়।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্বাধীন সেলিম মন্ডল বলেন, আমার বাবার একটি জমি প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলের পায়তারা করে আসছে। আমরা বরাবরই বাধা দিয়ে আসছিলাম। এতে তারা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলো। আমি সোমবার সকালে বাড়ী থেকে বের হয়ে বাজারে আসার পথে আমার উপর হামলা চালায় এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। আমার চিৎকারে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা বাড়ী ঘর ছেড়ে আত্বগোপনে চলে যাওয়ায় তাদেও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমার বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ খুব দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।