শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট
আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি :
শাহজাদপুরে জমিজমা বিরোধের জের ধরে ঘর বাড়িভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগসুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি পুরান পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ শাহজাহান মোল্লার বাড়ি ঘর ভাংচুর লুটপাট করেছে তার প্রতিপক্ষ দবির মোল্লা তার ছেলেরা ও ভারাটে বাহিনী। এ সময় বাড়িতে থাকা নগদ দুই লক্ষ টাকা ও চার ভোরী স্বর্নালঙ্কার লুট হয়েছে বলে জানা গেছে। শাহজাহান মোল্লা সাংবাদিকদের জানায় ,বেশ কিছুদিন ধরে তারই চাচা দবির মোল্লা ও তার ছেলেরা তার বাড়ি দখলের চেষ্টা করছে । তারই জের ধরে গতকাল সকালে শাহজাহান তার নিজ বাড়িতে আর একটি ঘর তুলতে গেলে এ হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এ ঘটনায় সাংবাদিকরা হামলাকারী দবির ও তার ছেলেদের সাথে সাক্ষাতের চেষ্টা করলেও তাদের দেখা মেলেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দ্বায়েরের প্রস্তুুতি চলছিল।