শাহজাদপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মস‚চি পালন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সায়েম সহ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জহুরুল ইসলাম
শাহজাদপুর, সিরাজগঞ্জ
তারিখ : ০৪/০১/২০২২ খ্রীঃ