শাহজাদপুরে ঘুমন্ত দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা, টাকা ও স্বর্নলংকার লুট
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুমন্ত এক দম্পত্তিকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । আহতদের উদ্ধার করে এদিন রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে । জানা গেছে উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের দম্পত্তি আলী রেজা চৌধুরী (৫৫) ও তার স্ত্রী বুলবুলি খাতুন (৫০ ) রাতের খাবার খেয়ে বিছানায় যায় । রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একই গ্রামের মুছা মন্ডল (৭০ ) তার সন্ত্রাসীবাহিনী নিয়ে আলী রেজার ঘরের টিনের বেড়া ও দরজা ভেঙে অর্তকিত ওই দম্পত্তির উপর আক্রমন চালায় ।
অভিযোগ রয়েছে হামলাকারী ঘরে ঢুকে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে । এদিকে হামলার শিকার আলী রেজা চৌধুরী ও তার স্ত্রী বুলবুলি খাতুনের আত্মচিৎকারে পাশের ঘর থেকে ভাতিজা রাকিব চৌধুরী (২১) ও রাকিবের মা রুমা খাতুন (৪০ ) তাদের বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদের কেউ রড ও লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে ।
আক্রমনে আহত আলী রেজা চৌধুরী ও তার স্ত্রী বুলবলি ও আলী রেজা চৌধুরীর ভাইবৌ রুমা খাতুন ও তার ছেলে রাকিব চৌধুরীকে চিকিৎসার জন্য এদিন রাতেই দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় । এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনোয়ার হোসেনের সাথে এদিন রাতে যোগাযোগ করা হলে তিনি জানান আলী রেজা চৌধূরী ও তার ভাতিজা রাকিব চৌধুরীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে । আহত অপর দুইজন রুমা খাতুন ও বুলবুলি খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়া হয়েছে ।
এদিকে হাসপাতালে চিকিৎসাধিন আলী রেজা চৌধুরী অভিযোগ করেন , মুছা মন্ডল এলাকায় প্রভাব বিস্তার করতে দীর্ঘ দিন এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । সে এলাকার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত । মুছা মন্ডল নিজেই ঘটনার দিন আমার ঘরের টিনের বেড়া ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মুক্তার মন্ডল (৪৫) ,জনি মন্ডল বাবু (৩৫) ও সজিব মন্ডল (২২) আমার ও আমার স্ত্রীর উপর আক্রমন করে । আমার চিৎকারে আমার ভাতিজা রাকিব ও তার মা রুমা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের উপর আক্রমন চালানো হয় । এদিকে রাকিব জানান , আমি যখন চাচা ও চাচির আত্মচিৎকার শুনে চাচার ঘরের দিকে এগিয়ে যাই ঠিক তখন বাইরে বেশ কজন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাইরে পাহাড়া দিচ্ছিল । চাচাকে রক্ষা করতে গিয়ে আমি ও আমার মা রুমা খাতুন ঘরে ঢোকা মাত্রই সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায় ।
আহত আলী রেজার স্ত্রীর বুলবুলি বেগম অভিযোগ করেন হামলাকারিরা ঘরে ঢুকে তার উপর আক্রমন চালায় । তিনি বলেন আমি লাঠির আঘাতে মাটিতে পরে গেলে সন্ত্রাসীরা আমার গলাার চেইন ছিড়ে নেয় । তারা আমার পায়ে লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে । তিনি আরো অভিযোগ করেন এসময় হামলাকারীরা আমার ঘরে রাখা আমার ছেলে বৌ এর ১০ ভরি সোনার গহনা ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় ।