শাহজাদপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে এস আই মেহেদী হাসানের নেতৃত্বে শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাহজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত জহের প্রামাণিকের ছেলে মানিক প্রামাণিক (৫০)।
এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।