শাহজাদপুরে কিশোরী পলি খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি ঃ
শাহজাদপুরে কিশোরী পলির মৃত্যুর ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা সুত্রে জানাগেছে, গত ২৬ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার যুগ্নীদহ গ্রামের সাইফুল ইসলামের কন্যা পলি খাতুন এদিন বিকেলে বাড়ি থেকে একটু দূরে জমি থেকে শাক তুলতে গেলে একই গ্রামের রাজ্জাকের ছেলে আতিক (১৫) , শহীদের ছেলে মনিরুল (১৫ ) ও আকতারের ছেলে নাহিদ (১৮ ) পলিকে ফাঁকা মাঠে একা পেয়ে নিয়ে সম্ভ্রমহানী করে। এঘটনায় পলি খাতুন লজ্জায় বাড়ী এসে কিটনাষক পান করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বুধবার দুপুরে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশ উদ্ধারের আগে বুধবার সকালে এ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এলাকার মাতব্বর ও ইউপি মেম্বর আব্দুল জলিল, যুগ্নীদহ গ্রামের শামসুল ইসলামের পুত্র ফিরোজুল ইসলাম মাষ্টার, আবু তালেবের ছেলে নুর মোহাম্মদ, মৃত কাশেমের ছেলে জুহুরুল ইসলাম, আলাউদ্দিন মির্জার ছেলে সরোয়ারদি সরোসহ কয়েকজন মিলে ঘটনার মুল হোতাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে নিহতের বাবাকে চাপ প্রয়োগ করে বিষয়টি মিমাংশা করার জন্য। কিন্তু নিহতের বাবা এতে রাজি হয়নি। এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে ৮ জনকে আসামী করে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। বুধবার বিকেলে মাতব্বর ইউপি সদস্য আব্দুল জলিল, ফিরোজুল মাষ্টার ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃতদের বৃহস্পতিবার কোর্টে প্রেরন করা হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, মামলা দায়ের হয়েছে । ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।