শাহজাদপুরে করোনার ঝুঁকি কমাতে কাঁচা বাজার স্থানান্তর
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনা প্রতিরোধে ও ঝুঁকি কমাতে কাঁচা বাজার ও মাছ বাজার স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কাঁচা বাজার ও মাছ বাজার লাগানো হয় । সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮টা থেকে দূপুর ১২টা পর্যন্ত এ বাজার চলার নির্দেশ প্রদান করেন উপজেলা প্রশাসন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানান, করোনা প্রতিরোধে ও ঝুঁকি কমাতে ঘনবসতিপূন্য শাহজাদপুরে আজ থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাজার লাগানো হয়েছে । সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বাজারে, রাস্তাঘাটে সর্বত্র একজন থেকে অন্যজন ৬ফুট দুরে অবস্থান করে দোকান স্থাপন ও ক্রয় বিক্রয় করার জন্য বলা হয়েছে । এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।