শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম আবুল হোসেন (৭৬) তিনি পৌর শহরের মৃত কলিম উদ্দিন আকন্দের ছেলে ও উকিল পাড়ার বাসীন্দা। জানা যায়, আবুল হোসেন লাঞ্চের সমস্যায় অসুস্থ্য হয়ে গত ১৪ এপ্রিল এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।
সোমবার (১৯ এপ্রিল) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার ২০ এপ্রিল দুপুর ১২টায় খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। বেলা ৩টায় তার লাশ শাহজাদপুরের শেরখালী উকিল পাড়ায় তার বাড়িতে আনা হয়।
পরে উপজেলার করোনার লাশ দাফন কমিটির মাধ্যমে তার লাশ গোসল করানো হয়। এবং মাগরিবের নামাজের পরে তার লাশ জানাযা শেষে শেরখালী কবরস্থানে দাফন করা হয়। দাফন কমিটির স্বেচ্ছাসেবক সেলিম তালুকদার বলেন, এটাই এ বছরের প্রথম শাহজাদপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। এখন পর্যন্ত মোট ২১টি করোনায় আক্রান্ত লাশ দাফন করা হয়েছে।