শাহজাদপুরে করতোয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুর এলাকায় করতোয়া নদীর পার থেকে অজ্ঞাতপরিচয় (৮) এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পৌর শহরের রূপপুর উরিরচর গ্রামে করতোয়া নদীর পারে কচুরিপানার ভেতর ওই শিশুটির মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অন্তত ১০/১২ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে।