শাহজাদপুরে এক বৃদ্ধের রহস্যজনক আত্মহত্যা
আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জপ্রতিনিধি)
সিরাজগঞ্জের শাহজাদপুরে সত্তরোর্ধ এক বৃদ্ধের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে । আজ শুক্রবার বিকেলে উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা পশ্চিম পাড়া গ্রামের মৃত লাল চাঁদ মোল্লার ছেলে আবু বক্কর (৭৫)এর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। স্বজন আব্দুল মান্নান জানায়, আবু বক্করের স্ত্রী দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর প্রায় ৫বছর আগে মারা যায় । তারপর থেকে সে মানুষিক ভাবে অসুস্থ ছিল । শুক্রবার সকালে ঘুম থেকে উঠা দেরি হলে বাড়ির লোকজন ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দেখে আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে । পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার না করে স্বজনদের কাছে দিয়ে আসে । এ বিষয়ে তদন্তকারি থানা পুলিশ এস আই আসাদুজ্জামান জানান, তদন্ত কhরে জানতে পারি বৃদ্ধটি মানুষিক ভারসাম্যহীন ছিলেন । কারো কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লাশ স্বজনদের কাছে দিয়ে আসি ।