শাহজাদপুরে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
বাবুল আকতার খান, শাহজাদপুরঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার বিকেলে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ।
ইউএনও নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে এ টুর্ণামেন্টে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ এএম আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দায়িত্ব প্রাপ্ত পৌর মেয়র নাছির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান । এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪টি বালক দল ও ১৪টি বালিকা দল অংশগ্রহণ করবে ।
উদ্বোধনী দিনে উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদ একাদশ ও নরিনা ইউনিয়ন পরিষদ একাদশের বালক দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় । পরে বেলতৈল ইউনিয়ন পরিষদ একাদশ ২-০ গোলে বিজয়ী হয় ।