শাহজাদপুরের হাসিবুর রহমান স্বপন এমপির পক্ষে নির্বাচনী পথ সভা
শাহজাদপুরের আগামী নির্বাচন কে কেন্দ্র করে প্রার্থীদের চলছে বিভিন্ন পথ সভা,জনসভা,সেদিক থেকে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি,আজকে তার পক্ষে নির্বাচনী পথ সভায় কর্মসূচি হিসাবে ৭টি ইউনিয়নে পথসভা করেন।শাহজাদপুরে পৌর শহর থেকে প্রায় দুইশত মোটর সাইকেল এর শোভা যাত্রা নিয়ে বের হয়ে প্রথমে পোরজনা ইউনিয়নে জামিরতা বাজারে।
পথ সভা করেন এতে অংশ গ্রহন করেন, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা,যুবলীগ নেতা আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রাসেল শেখ, পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শ্রী অনিল কুমার,গালা ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল হোসেন,সোনাতনী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি,আয়েজ উদ্দিন,সাধারন সম্পাদক মরতুজ হোসেন, সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা কর্মি ও ইউনিয়নের নেতা কর্মিরা এতে অংশগ্রহন করে। তার ধারা বাহিকতায় হাবিবুল্লাহ নগর,কৈজুরি, জালালপুর,খুকনি,বেলতৈল সহ বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন। এতে করে দলীয় নেতা কর্মিদের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দিপনা দেখা দেখ বক্তব্য বক্তারা বলেন, আগামী দিনে জননেত্রী শেখ হাতকে শক্তিশালি করতে আবারো নৌকায় ভোট দিতে আহবান করেন,তারা বলেন শাহজাদপুরে হাসিবুর রহমান স্বপন এমপির নেতৃত্বে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ অনেক শক্তিশালি।
সেই লক্ষে আবারও বর্তমান এমপি হাসিবুর রহমান স্বপন কে দলীয় মনোনয়ন দেবার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন তারা বলেন হাসিবুর রহমান স্বপন মনোনয়ন পেলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।