শারদীয় দূর্গা পুজা উপলক্ষে তাড়াশ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
লুৎফর রহমান, তাড়াশ :
আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলায়রনাতনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস- চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা,তাড়াশ থানা ওসি ফজলে আশিক,তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্মামী, সাধারণ সম্পাদক আনন্দ কুমার ঘোষ, উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি মৃনাল সরকার মিলু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এবারের শারদীয় দূর্গা পুজা সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। সেই সাথে এবারের পুজা স্বাস্থ্যবিধী মেনে শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালনের কথা জানান। সভায় উপজেলার বিভিন্ন পুজা উৎযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্মামী নিশ্চিত করেছেন, এবছর উপজেলায় মোট ৪৩ টি পুজা মন্ডবে দূর্গা পুজার আয়োজন করা হয়েছে ।