শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী শরিফের দাফন সিরাজগঞ্জের গ্রামের বাড়ীতে সম্পন্ন
মাসুদ রেজা, সিরাজগঞ্জপ্রতিনিধিঃ
শান্তিরক্ষা মিশনে আতোতায়ির পেতে রাখা বোমার আঘাতে নিহত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শরীফের দাফন সিরাজগঞ্জের বেলকুচির গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে যোহরের নামাজে শেষে জানাজা শেষে রাষ্টীয় মর্যাদায় গ্রামের বাড়ি উপজেলার বেড়া খারুয়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দুপুরে সেনাবাহিনীর লাশবাহী গাড়িতে করে বেড়া খারুয়া গ্রামে শরীফের মরদেহ এসে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মা -বাবা ও স্ত্রীসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সেনাবাহিনী ও জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে মরদেহ গ্রহণ করেন বাবা লেবু তালুকদার। এ সময় স্বজনেরামহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
বেড়া খারুয়া গ্রামের তাঁত শ্রমিক লেবু তালুকদারের প্রথম সন্তান শরিফ। তার ছোট এক ভাই ও এক বোন রয়েছে। শরিফ বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর গত ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত বছর ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সালের ৯ নভেম্বর থেকে বিস্তীর্ণ এলাকাজুড়ে শান্তিক্ষায় নিয়োজিত থাকেন।
গত ৪ঠা আক্টোবর দুর্গম এলাকায় মোতায়েন অন্যতম অস্থায়ী ক্যাম্প কুই থেকে পরিচালিত যান্ত্রিক টহলের একটি দল মেজর আশরাফের নেতৃত্বে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কাইতা এলাকায় টহলে যায়।
বাংলাদেশ সময় রাত ১টা ৩৫ মিনিটে ফেরার পথে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হলে টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাঙ্গীর ও সৈনিক জসিম গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ১৪৪ কিলোমিটার দূরে বোয়ারে মিনুসকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
।