লতিফ মির্জা সড়কের অবৈধ স্হাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জ সদরের রেল স্টেশনের লতিফ মির্জা সড়কের বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী আনিসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬০ টি অবৈধ দোকানপাট,দোকানপাটের বাড়তি অংশ উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান,রেল স্টেশনের পাশে লতিফ মির্জা সড়কের উপর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত শতাধিক অবৈধ দোকানপাট বসে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। সরকারি রাস্তার জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল কতিপয় ব্যবসায়ীবৃন্দ।এর ফলে বিকাল হতে সদর উপজেলা হতে কান্দাপাড়া হয়ে কামারখন্দ যাওয়ার এ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ রাস্তায় দিয়ে পুলিশ লাইন, জেলখানা, আনসার ও ভিডিপিসহ অনেক সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীরা যাতায়াত করে। এ রাস্তা যানজটমুক্ত করা ও সরকারি জায়গা অবৈধ দখলদারদের থেকে দখলমুক্ত করতে বিকাল থেকে ওই সব অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করা হয়। রাত ৮ টা পর্যন্ত প্রায় ৬০ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।