জাতীয়

রিকশাচালককে খুন করে রিকশা ছিনতাই

আজ শনিবার সকালে গুলবার শেখ (৪৫) নামের ওই রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক এলাকায় এক রিকশাচালককে হাতুড়ি দিয়ে আঘাত করে রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, গুলবার শেখ কালিয়াকৈর উপজেলার কলাবাধা এলাকার বাসিন্দা। উপজেলার মৌচাক স্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে চালাতেন তিনি। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীরা মৌচাক এলাকা থেকে রিকশায় করে কোনাবাড়ির দিকে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে গুলবারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সাইফুল আলম বলেন, সকালে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।