রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রলীগের প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় শনিবার (২৪ই মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর আগমন উপলক্ষে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি বৃহস্পতিবার (২২ই মার্চ) সন্ধ্যায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং আনন্দ মিছিলটি রায়গঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থান গুলো প্রদক্ষেন করে।

রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ হৃদয় ও টি এম লুৎফর রহমান দিলু।

এ সময় আবুল কালাম আজাদ হৃদয় বলেন, নির্বাচনী বছরে মন্ত্রীর সফর নিঃসন্দেহে রায়গঞ্জ বাসীর জন্য আনন্দের। জনসভায় সকল ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য নির্দেশনামূলক কথা বলেন। এবং জনসভাকে রায়গঞ্জের একটি মাইলফলক হিসেবে তাদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান। তিনি স্বাস্থ্যমন্ত্রীর সফর সফলে সকলের সহযোগিতা ও অংশ গ্রহণ কামনা করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাদৎ আলম সুইন,রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কে এম রফিকুল ইসলাম,মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান,দৈনিক করতোয়া পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি তাপস কুমার প্রমূখ্য।