রায়গঞ্জের বেঙনাই তেঘুরি গ্রামের একটি পুকুর চালা হতে লাশ উদ্ধার
আজিজুুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জর রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নে ফজলার রহমান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বেঙনাই তেঘুরি গ্রামের একটি পুকুরের পরিত্যক্ত চালা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফজলার রহমান ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পঞ্চানন্দ সরকার জানান, ফজলার রহমান যে পুকুরে মাছচাষ করতেন সেই পুকুরের পরিত্যক্ত চালায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।