রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান মংগলবার রাত ৭ ঘটিকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বুধবার বিকাল ৫ টায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উক্ত রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের একটি চৌকস দল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। ভেওয়ামাড়া চাতাল মাঠে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের চৌকস দল সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জানাযা নামাজ পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাকে রহমতগঞ্জ কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।