রাষ্ট্রপতির সাথে মতবিনিময় করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শাহ আজম
জহুরুল ইসলাম, শাহজাদপুর প্রতিনিধি :
মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এর সাথে টেলিফোনে মতবিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। মঙ্গলবার (১৯ এপ্রিল ২০২২) সন্ধ্যায় রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর সাথে মোবাইল ফোনে এই মতবিনিময় করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্জ এবং উপাচার্যের শুভেচ্ছা বিনিময়ের পর মহামান্য রাষ্ট্রপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের খোঁজ খবর নেন। দীর্ঘ এই ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চান রাষ্ট্রপতি। উপাচার্য সবিস্তারে বিশ্ববিদ্যালয়ের আচার্যকে বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে অবগত করেন। এ বছরের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট এওয়ার্ড সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন মাননীয় উপাচার্য। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল সংকট কাটিয়ে শিক্ষাকার্যক্রমে অগ্রগামী হচ্ছে জেনে রাষ্ট্রপতি আনন্দ প্রকাশ করেন। মহামান্য রাষ্ট্রপতি বলেন ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও স্বনাম খ্যাত বিশ্ববিদ্যালয় হতেই হবে’।
মাননীয় উপাচার্য প্রথম গ্র্যাজুয়েটদের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন।
শিল্প-সংস্কৃতির চর্চা এবং শিক্ষা-গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনন্য হবে বলে আশা প্রকাশ করেন মহামান্য রাষ্ট্রপতি। সবশেষে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য শুভকামনা জানাান।