রায়গঞ্জ পাঙাসি ইউনিয়ন এর ৩কিলোমিটার রাস্তা জুড়ে কর্দমাক্ত,ভোগান্তিতে জনসাধারণ
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলাধীন পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর বাজার হতে ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তা জুড়ে কর্দমাক্ত ভোগান্তিতে জনসাধারণ। পাঙাসি ও ব্রক্ষগাছা ইউনিয়নের প্রায় ৪০০০০ মানুষের একমাত্র রাস্তা চলাচলের অনুপযোগী। একটু বৃষ্টি হলে কাদা আর পানি জমে দুবিষসহ জনজিবন। তিন কিলোমিটার জুড়ে কাদাভরা এই রাস্তাকে আদিম যুগকেও হার মানাবে।কর্দমাক্ত এই রাস্তায় সিএনজি, মটরসাইকেল, রিক্সা, ভ্যান, বাইসাইকেল ইত্যাদি সহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। প্রায় ১৫/২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই রাস্তায় যাতায়াত করে এই রাস্তা দিয়ে । বর্ষাকালের ৩/৪ মাস এই রাস্তা যাতায়াতের একদমই অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে চিকিৎসা, ব্যবসা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিশেষ করে কোমলমতি শিশুদের শিক্ষায় মারাত্মক প্রভাব পড়ছে। মাত্র “তিন” কিলোমিটার চলাচলের অনুপযোগী রাস্তার জন্য বৈকুণ্ঠপুর, বিশ্বাসপাড়া, কালিয়াবাড়ী, কুমারগাড়া, গোদগাঁতী, ভাতহাড়িয়া সহ অত্র এলাকার জনগণ ৫ টি মৌলিক চাহিদা (বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সেবা) পূরণ করতে পারছে না। এলাকাবাসির দাবি দ্রুত সংস্কার ব্যবস্থা গ্রহণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।