রায়গঞ্জ -তাড়াশের এমপি ডাঃ আব্দুল আজিজ কে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফুলেল সংবর্ধনা
রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নব নির্বাচিত এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি’১৯) সন্ধ্যায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিকে ফুলের সংবর্ধনা দেয়া হয়। এর পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমানের নেতৃত্বে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও বিকাল ৪টায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ফরহাদ আলীর সভাপতিত্বে এমপিকে সংবর্ধনা দেয়া হয়।

এসব সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আলহাজ্ব আব্দুল হান্নান খান, এ্যাড: ইমরুল হোসেন তালুকদার ইমন, আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, আলহাজ্ব রহমত আলী, শরিফুল আলম খন্দকার শরীফ, টি.এম শফিকুল ইসলাম ঝন্টু, আমিনুল ইসলাম শিহাব, জাহিদুল ইসলাম মাইকেল, ভিপি ফেরদৌস সরকার শামীম, জিয়া উদ্দিন বাবলু, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জিন্নাতুল আলম সম্রাট, ফারুক আহমেদ সরকার শিখন এবং উপজেলা প্রকৌশলি আব্দুল বাসেদ, মৎস্য কর্মকর্তা মোজ্জামেল হক, শিক্ষা অফিসার আকতারুজ্জামান, পিআইও কামরুল আহসান ও প্রধান শিক্ষক আব্দুল মুকিম, সহকারি প্রধান শিক্ষক আনন্দ কুমার প্রমুখ।