রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইমন তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে কর্মীসভা ।
রায়গঞ্জ প্রতিনিধি ঃ আব্দুল কুদ্দুস তালুকদার
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী তথা আওয়ামী লীগ মনোনীত ইমন তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে আজ বিকালে ধানগড়া গার্লস হাইস্কুল প্রাঙ্গনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নার সভাপতিত্বে। আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবর্গ সমবেত হন রায়গঞ্জ উপজেলা, সলঙ্গা থানা বিভিন্ন ইউনিয়ন থেকে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ সদর- কামারখন্দ এলাকার মাননীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, সদস্য ও রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, সদস্য ও প্রার্থী ইমন তালুকদার, সলঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরীফুল আলম শরীফ, সিরাজগঞ্জ পৌর প্যানেল মেয়র ও শহর আওয়ামী লীগ সভাপতি মোঃ হেলাল উদ্দীন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব, পৌর মেয়র আব্দুল্লা আল পাঠান প্রমূখ। সভায় ইমন তালুকদার কে আগামী ১০ তারিখের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান নেতৃবর্গ। এর আগে কর্মী সভায় আসার পথে হামলার শিকার হয় ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার গাড়ী। হামলায় নেতৃত্ব দেয় নৌকা মার্কার বিরুদ্ধে নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন সেই শোভন সরকার।