রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্হানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৩৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। এতে রায়গঞ্জ উপজেলার দুঃস্থ শীতার্ত মানুষ এই শীতের তীব্র ঠান্ডা থেকে কিছুটা রক্ষা পেয়েছে। উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাবের মাধ্যমে এসব কম্বল বিতরণ করা হয়। এর অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিমলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত আজমেরী হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুল আহসান। উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার কার্যালয় থেকে পৌর মেয়র ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ ছাড়াও বিভিন্ন এতিমখানা, ভবঘুরে, হতদরিদ্রদের মাঝে ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে এ উপজেলায় মোট ৩৬০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।