রায়গঞ্জে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ৩ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়ার্ড বিজ্ঞান-২০১৯ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে মেলার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শামীমুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ নাসিম প্রমুখ। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ সরকারি বেগম নূরুণ নাহার তর্কবাগিশ অনার্স কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশগ্রহণ করে।