রায়গঞ্জে বাস- এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ২ জনের অবস্থা আশঙ্কা জনক !
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বগুড়া -ঢাকা মহাসড়কের কালিকাপুর জোড়াব্রীজে বাস ও এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে । এবং এ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ ২ জনের অবস্থা আশঙ্কা জনক ভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ মে-২০২৩) বিকেল ৫ টার দিকে উপজেলার কালিকাপুর এ সড়ক দূর্ঘটনায় নিহত হন – পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২) তাদেরকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নেওয়া হলে কর্তব্য ডাক্তার মৃত্যু ঘোষণা করে। পরে হাটিকুমরুল থানা পুলিশ লাশগুলো নিয়ে থানায় যায়।
রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আশিকুর রহমান জানান, বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস বগুড়া হতে ঢাকাগামী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ সড়ক দূর্ঘটনা হয়। হাটিকুমরুল থানা ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।