রায়গঞ্জে পদ্মা ইট-ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ১’শ বিঘা জমির ধানপুড়ে চিটা।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পদ্মা ইট-ভাটার বিষাক্ত গ্যাসে অর্ধশতাধিক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মৌজায় স্থাপিত পদ্মা ইট-ভাটার বিষাক্ত গ্যাসে ঐ এলাকায় অর্ধশতাধিক কৃষকের প্রায় ১শ বিঘা জমির ইরি-বোরো ধান পুড়ে চিটা হয়ে গেছে। এ ব্যাপারে চকনুর ও বৈকুণ্ঠপুর গ্রামের কৃষকরা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল হক মন্ডলের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে কৃষি কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন। সরজমিনে গিয়ে জানা যায় গত মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ইট-পোড়ার মৌসুমের সমাপ্ত করার লক্ষে ইট পোড়াই শ্রমিকগণ ভাটার পশ্চিম পার্শ্বের ৩টি ক্লেন একযোগে খুলে দেয়। এ সময় ভাটা থেকে নির্গত গ্যাসে চকনুর বৈকুণ্ঠপুর মৌজার প্রায় ১শ বিঘা জমির বোরো ধানের শীষ পুড়ে অর্ধশতাধীক কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ঐ এলাকার প্রান্তিক চাষী ও বর্গা চাষী হাবিবুর রহমান হেনা, ইমরান, সহিদুল ইসলাম, আব্দুল বারিক, শাহেদ আলী, আব্দুল মালেক, হায়দার আলী, কামরুলসহ অর্ধশতাধীক কৃষকের ঘরে চলছে কান্নার মাতম। বিষয়টি নিরসনের লক্ষে পদ্মা ইট-ভাটার মালিক লিটন সরকারের সাথে কৃষকদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষে কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক পর্যায়ে দফায় দফায় চলছে সমঝোতা বৈঠক। ভাটা মালিক লিটন বলেন, আমি এ অনাকাংক্ষিত ঘটনার জন্য দুঃখিত ও কৃষকদের ক্ষতি পূরণ দিতে প্রস্তুত আছি। অভিজ্ঞ মহলের প্রশ্ন কৃষকদের ক্ষতি পূরণ দিলেও জাতীয় উৎপাদন থেকে আড়াই হাজার মন ধানের ক্ষতি পূরণ হবে কিভাবে।