রায়গঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও যুবলীগের সাধারন সম্পাদক বহিস্কার।
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
দলীয় শৃংখলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হাসান শোভন,সেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদি হাসান ইলিয়াস ও যুবলীগের সাধারন সম্পাদক গোলাম হাসান সুমনকে সাময়কিভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ-২০২৯) দুপুর ১২টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্না। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম তালুকদার,সাইদুল ইসলাম চান,আমজাদ হোসেন ছানা, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খন্দকার,যুগ্ন সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান গত ৩ মার্চ আওয়ামীলীগের নির্বাচনী কর্মীসভায় বহিস্কৃতরা অস্ত্রসন্ত্রে হামলা চালিয়ে সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাঃহাবিবে মিল্লাত মুন্নার গাড়ী ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকান্ড করে দলীয় শৃংখলা ভঙ্গ করে। এঘটনায় ৬৮জনের নাম উল্লেখসহ দুইশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।