রায়গঞ্জে ট্রাক চাপায় ১সেনা সদস্যের মৃত্যু !
রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় আতিকুর রহমান (৩৬) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (০২ ফেব্রুয়ারি-২০১৯) বিকেলে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বিষয়টি জানান। নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের মঞ্জুদার রহমান প্রধানের ছেলে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। ওসি আব্দুল কাদের জিলানি জানান, আতিকুর রহমান নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতিকুর রহমান মারা যান।