রায়গঞ্জে এমপি ডাঃ আব্দুল আজিজ সংবর্ধিত ও পৌর ভবন উদ্বোধন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি-২০১৯) দুপুরের দিকে নব নির্মিত পৌর ভবন উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আবু নুর মোহাম্মাদ শামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খন্দকার শরিফুল আলম শরিফ প্রমুখ। এর আগে রায়গঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ পৌর আওয়ামীলীগ প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করেন। তিনি বিকেলে রায়গঞ্জ বাজার চত্বরে আরটিএস ডিজিটাল কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আরটিএস ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ধানঘড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম।