রায়গঞ্জে আলহাজ্ব কবিরাজ চিকিৎসার নামে করছে প্রতারণা ॥সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যত তত্র ঝাঁড় ফুক, হাত চালান ও কবিরাজী চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা ও প্রতারনা। দীর্ঘদিন ধরে গ্যারান্টি সহকারে স্বামী-স্ত্রী অমিল, প্রেমে ব্যার্থতা, জিনের আছর, যে কোন লোককে বশ করা, জন্ডিস, জীনের আচর, যৌনরোগ ও ক্যান্সারসহ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের গোলাই শেখের ছেলে ভন্ড কবিরাজ আলহাজ্ব উদ্দিন শেখ। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টির আশ্বাস প্রদান করে চিকিৎসার মায়াজালে সাধারণ মানুষকে প্রতারনা করছেন। রোগীদের কাছে নিজেকে তুলে ধরেছেন বিশিষ্ট কবিরাজ, ও আধ্যাতিক সম্রাট হিসাবে। যদিও এ সব জিনতত্ব কবিরাজি, আধ্যাতিক চিকিৎসা প্রতিষ্ঠানের সরকার অনুমোদিত কোন স্বীকৃতি পত্র নেই। এই প্রতারক চিকিৎসা সেবা দেওয়ার নামে নিজ বাড়ীতে দাওয়াখানা খুলে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালে সরেজমিনে গেলে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, বিশাল গল্প আর দৃষ্টি নন্দিত কার্যালয়ে বসে ভুয়া কবিরাজ আলহাজ্ব উদ্দিন শেখ চিকিৎসা নিতে আসা অসহায় নিরীহ রোগীদের ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের সাথে চলছে নিরব ডাকাতি। পাবনা থেকে আসা হারুন ভুক্তভুগি বলেন, যৌন চিকিৎসার নামে সে কখনও তরুণদের ভয়ভীতিও দেখাচ্ছে। যাতে এসব তরুণ তাদের কথিত চিকিৎসা নেয়। কথিত এই কবিরাজের খপ্পরে পড়ে গ্রামের অনেক নারী-পুরুষ নানা রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে কঠিন সমস্যার মধ্যে পড়েছে। উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামের সাইদ ও আল্পনা খাতুন প্রতারিতের সাথে কথা বলে জানা যায়, যেসমস্ত জটিল রোগের চিকিৎসা করছে তার কোনো সরকারি স্বীকৃতি পত্র নেই। আর এসব জটিল রোগের চিকিৎসা করছে সাধারন জ্ঞানের উপর ভর করে। এই আলহাজ্ব উদ্দিন রোগের বর্নণা শুনে হাত চালিয়ে কিংবা কৌশলে জ্বিনের আঁচর আছে বলে ঝাড় ফুঁক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তাই যারা এই প্রতারকের পাল্লায় পড়ে সর্ব শান্ত হয়ে পড়েছেন তারা প্রশাসনের নিকট সুষ্ঠ পদক্ষেপ কামনা করছে। ভন্ড কবিরাজ আলহাজ্ব উদ্দিন বলেন, আমার কবিরাজীর কাগজপত্র ঠিক আছে। আমি জীন হাজির করে চিকিৎসা দেই। এই চিকিৎসার কথা সারা বাংলাদেশের মানুষ যানে। তিনি আরো বলেন, ধানগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তাই আমি থানাসহ সকলকেই ম্যানেজ করে ১০ বছর যাবৎ এই কবিরাজী চিকিৎসা করে আসছি।