রায়গঞ্জে আওয়ামীলীগের সভায় বিদ্রোহী প্রার্থী সমর্থকদের হামলা ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে এ ঘটনায় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে রায়গঞ্জের ধানগড়া গার্লস হাইস্কুল মঠে মত বিনিময় সভা চলাকালে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ইমন তালুকদার জানান, বিকেলে ধানগড়া গার্লস হাইস্কুলে আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) শোভন সরকারের সমর্থকরা মোটর সাইকেলযোগে এসে রাম-দা ও পিস্তলসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কর্মীসভায় অতর্কিত হামলা চালায়। তারা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির গাড়ী ও বেশ কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। এ সময় নৌকার সমর্থকরা তাদের বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০/১২ জন নেতাকর্মী আহত হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে দলের বিদ্রোহী প্রার্থী ও ছাত্রলীগের সভাপতি শোভন সরকার বলেন, আনারস প্রতিকের সমর্থনে আমার কর্মী-সমর্থকদের মিছিলে হামলা করে নৌকার সমর্থকরা। পরে আমার সমর্থকদের পুলিশ আটক করেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, দুইপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম হাসান সরকার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পদক ইলিয়াছ হোসেনসহ ১১ জনকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, দলের কর্মীসভায় সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে শোভন সরকারের সমর্থকরা। দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃংখলাবিরোধী কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে বহিস্কারসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান ।