রায়গঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে টিন বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৯ পরিবারের মাঝে সোমবার (৩জুুন) বিকেলে পৌর এলাকায় এই ঢেউটিন বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান, পৌর কাউন্সিলর নূরনবী সরকার, শিক্ষক খোদা বক্স সরকার প্রমুখ। উল্লেখ্য, রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর পশ্চিমপাড় মহল্লায় গত ৩ এপ্রিল (বুধবার) গভীর রাতে ৩৩ কেবি ভোল্টেজের তার ছিড়েঁ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২৯ পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এজন্য ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫৮ বান্ডিল ঢেউটিন ওই ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করেন ।