রায়গঞ্জের ভুইয়াগাঁতীতে অষ্টমী মেলার প্রস্তুতি প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ !
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবারের মতো এবারও যাকজমক ভাবে চলছিলো অষ্টমী মেলার প্রস্তুতি। মঙ্গলবার (২০-এপ্রিল) সকালে রায়গঞ্জ থানা পুলিশ মেলার প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেলার সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অষ্টমী মেলার প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এস,আই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম পাঠিয়ে অষ্টমী মেলার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ০৭ ই এপ্রিল থেকে চলছিলো সারাদেশ ব্যাপী লকডাউন, সরকারের আদেশ ছিল জরুরী সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।