রায়গঞ্জের নিমগাছী বাজারে পঁচা ডিমে কেক, ২ বেকারিকে জরিমানা।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে ২টি বেকারিতে কেক তৈরিতে পচা ডিম ব্যবহারসহ অন্য অপরাধের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পারিচালনা করেন, ওই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীমুর রহমান। জানা যায়, উক্ত বাজারে সাথী ও আলামিন নামে ২টি বেকারি বিএসটিআই লাইসেন্স না নিয়ে বেকারি পণ্য উৎপাদন, বিপণন, অপরিষ্কার নোংরা পরিবেশে পাউরুটি, কেক তৈরি, কেক তৈরিতে পচা ডিম ও ক্ষতিকর রং ব্যবহার করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে এ অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ৩৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই’র ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।