রাতের আধাঁরে হঠাৎ খাদ্য সামগ্রী নিয়ে হাজির এমপি
লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ :
রাতের আধারে দরিদ্র পরিবারের মাঝে ত্রান নিয়ে হাজির এমপি আব্দুল আজিজ ঘুম ভেঙ্গে ্ধসঢ়;ওঠে হতবাক অসহায় ফাহিমা (৪০), রায়হান আলী (৬২) তারা বুঝতেই পারেননি তাদের বাড়িতে হাজির হয়েছে এমপি ।
হাতে ব্যাগ , ব্যাগে ভর্তি চাল, আটা, লবন, ভোজ্য, মসুর ডাল, চিনি সহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ। হাত বাড়িয়ে হাতে তুলে দিয়ে বলছেন, আপনারা বাড়িতেই থাকবেন আমি ঘরে ঘরে খাবার পৌছে দেব। আর এভাবেই রাত যখন গভীর তখন দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তুলে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। গতকাল শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকার বিনোদপুর বাজার কোহিত মোড়, ওয়াবদা বাঁধ এলাকাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দেন।
এ সময় সাহায্য পাওয়া আব্দুর রহিম বলেন, এমপি সাহেব যে আমাদের সাহায্য করতে এত রাতে বাড়ি আসবেন তা আমরা ভাবতেই পারিনি। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বলেন, জনসমাগম এড়িয়ে দরিদ্রদের প্রয়োজনীয় খাবার আমরা গভীর রাতে পৌছে দিচ্ছি । যাতে তারা বাড়িতে থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখে।