রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম,জনতার মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ
প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ):
মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা সাব সেক্টর পলাশডাঙ্গা যুবশিবিরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বুধবার সকালে সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছেন পলাশডাঙা যুবশিবিরের শতাধিক মুক্তিযোদ্ধা স্থানীয় শত শত জনতা। বুধবার সকাল ১০টায় থেকে ১১টায় পর্যন্ত হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে নেতৃত্ব দেন পলাশডাঙ্গা যুবশিবিরের সহ-অধিনায়ক, সাবেক সংসদ সদস্য গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন। আরো বক্তব্যদেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু, গাজী এস এম আব্দুর রাজ্জাক প্রমূখ। বক্তারা অবিলম্বে রাজাকারের তালিকা থেকে মির্জা আব্দুল লতিফের নাম প্রত্যাহারের দাবি জানান।
এছাড়াও দুপুর ১২ টার দিকে একই কর্মসূচিতে তাড়াশ প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করেছে তাড়াশ উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদ। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর পাবনা জেলা ছিল সাত নং সেক্টরের অধীনে। এই সেক্টরের অধীনে গড়ে ওঠা সাব সেক্টর পলাশ ডাঙা যুবশিবিরের পরিচালক ছিলেন গাজী আব্দুল লতিফ মির্জা।তার নেতৃত্বে প্রায় সাত শতাধিক মূক্তিযোদ্ধা জীবনাজী রেখে পাবনা,সিরাজগঞ্জ ও বগুড়া অঞ্চলে সম্মূখ যুদ্ধে অংশ নেয়। ১৯৭১ সালে ১১ নভেম্বর তাড়াশ উপজেলার নওগাঁ হাটে পলাশডাঙা যুবশিবিরের মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানী সেনাদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেন। পাকিস্তানী সেনাবাহিনীর ক্যাপ্টেন সেলিম সহ নয়জন পাক সেনাকে জীবন্ত আটক করা হয়। গাজী আব্দুল লতিফ মির্জা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আওয়ামী লীগের দলীয় মনোনয়নে তিনি দুইবার সিরাজগঞ্জ-৪ আসন উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হোন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে বেসামরিক ভাবে গড়ে ওঠা আব্দুল কাদের সিদ্দিকী নেতৃত্বে পরিচালিত কাদেরীয়া বাহিনী ও আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে গড়ে ওঠা পলাশডাঙা যুবশিবির জাতীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত।